দি থাইরয়েড সেন্টার
থাইরয়েড হরমোন জনিত রোগীদের সেবার লক্ষ্যে “দি থাইরয়েড সেন্টার” প্রতিষ্ঠা করা হয়। বাংলাদেশের প্রথম বেসরকারি “দি থাইরয়েড সেন্টার” ২০০৭ সালের ৫ই জানুয়ারী থেকে অফিসিয়াল কার্যক্রম শুরু করে। এই দীর্ঘ সময়ে সাধারণ মানুষকে থাইরয়েড সমস্যা সম্পর্কে সচেতন করার পাশাপাশি রোগীদের সেবা করে করে আসছে, “আপনার থাইরয়েড সমস্যার সফল সমাধান” এই স্লোগানকে সামনে রেখে থাইরয়েড সেন্টার প্রতিষ্ঠা করা হয়। ডা: তানিয়া রহমান , প্রতিষ্ঠাতা চেয়ারম্যান “দি থাইরয়েড সেন্টার” বাংলাদেশ প্রথম থাইরয়েড সেন্টার প্রতিষ্ঠা করেন। ইতিমধ্যে থাইরয়েড সেন্টার এ প্রায় ৫০০০ নিয়মিত সদস্য রয়েছে। “দি থাইরয়েড সেন্টার” এখন ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডিতে তার নিজস্ব ক্যাম্পাসে অবস্থান করছে। ময়মনসিংহে রয়েছে নিজস্ব ৫তলা বিল্ডিং ও বাংলাদেশের প্রথম আধুনিক হাসপাতাল “দি থাইরয়েড সেন্টার”